বদরুল আমিন , চট্রগ্রাম প্রতিনিধি ঃ-
সিআরবি রেলওয়ে হাসপাতালে বসে ইয়াবা বিক্রির অপরাধে রেলের এক কর্মচারীকে
আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।রোববার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হাসপাতালের ৬ নম্বর কেবিন থেকে মো. বখতিয়ারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ১হাজার ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। বখতিয়ার পরিবহন বিভাগে কাজ করে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় চিকিত্সা কর্মকর্তা ইবনে শফি আব্দুল আহাদ জানান, দুই দিন আগে রেলওয়ে হাসপাতালে আসে বখতিয়ার।রোববার রাতে তার কাছে ইয়াবার ৫টি প্যাকেট পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। তাকে আটক করে নিয়ে গেছে।
রেলের একটি সূত্র জানিয়েছে মাদক ব্যবসার এই চক্রের সঙ্গে সিসিএম অফিসের এক কর্মচারী জড়িত রয়েছে।