সেলিম হায়দার
সাতক্ষীরার খুলনা-পাইকগাছা সড়কে হানিফ পরিবহন ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ ৫ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে তালা উপজেলার গঙ্গারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন ও পাইকগাছা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস উপজেলার গঙ্গারামপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় দুই ড্রাইভারসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।