পুলিশ অফিসার বাবুল আক্তারের স্ত্রীসহ দেশে চলমান গুম-খুনের সঙ্গে আওয়ামী লীগ ও তার দোসররা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোট আইনজীবী সমিতির ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বিএনপিপন্থী আইনজীবীদের আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এদেরকে ধরলেই এসব গুম-খুনের রহস্য উদঘাটন হবে।