স্পোর্টস ডেস্কঃ-
আইপিলের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই রুদ্রমূর্তি ধারণ করলেন কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার লোকেশ রাহুল। দিল্লি ডেয়ারডেভিলসের ১৬৬ রান তাড়া করতে নেমে ৩ ওভার শেষ হওয়ার আগেই হাফ সেঞ্চুরি তুলে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন তিনি! একইসঙ্গে আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন রাহুল। তার টর্নেডো ব্যাটিংয়ে পাঞ্জাব জিতেছে ৬ উইকেটে; সেটাও আবার ৭ বল হাতে রেখে।
দলীয় ৫৮ রানে যখন পাঞ্জাবের প্রথম উইকেটের পতন ঘটে তখন অপর ওপেনার আগরওয়ারের নামের পাশে মাত্র ৭ রান! অবাক হওয়ার মতোই বিষয়। তবে রাহুলের ব্যাটিং দেখলে অবাক হওয়াটা আরও বাড়বে তা নিশ্চিত। মাত্র ১৪ বলে ৬ চার ৪ ছক্কায় তুলে নিয়েছেন ফিফটি। এই ইনিংসে তিনি ভেঙে দিয়েছেন গত আসরে ক্যারিবীয় তারকা সুনীল নারাইনের গড়া ১৫ বলে ফিফটির রেকর্ড। শেষ পর্যন্ত ১৬ বলে ৫১ রানে আউট হন তিনি।
শুধু একটুকুই নয়; বিশ্বরেকর্ডের পর্বটা তো এখনও বাকী! রাহুলের নামের পাশে যখন ৫০ রান তখন পাঞ্জাবের ইনিংস গড়িয়েছে মাত্র ২.৫ ওভার! মানে ৩ ওভার শেষ হওয়ার আগেই হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান রাহুল। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে যে কোনো ফরম্যাটে এত দ্রুততম সময়ে কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি স্পর্শ করতে পারেনি! সেই অবিশ্বাস্য রেকর্ডটিই আজ করে দেখালেন ভারতের জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ সদস্য।