মীর ফারুক শার্শা (যশোর)প্রতিনিধিঃ যশোর শার্শা উপজেলা বিভিন্ন স্থানে বিজিবির পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমান ২২০ কেজি গাঁজা ও ১২০০ পিচ ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)পৃথক দুটি ব্যাটেলিয়নের সদস্যরা,
১৩ ই ফেব্রুয়ারি শুত্রুবার শার্শা উপজেলা পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২২০ পিচ গাঁজা ও ১২০০ পিচ ফেন্সিডিল উদ্ধার করে, সকালে ৪৯ ব্যাটেলিয়ন রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা ঘিবা সিমান্ত অভিযান চালিয়ে মাঠের মধ্য থেকে বস্তা ভর্তি পরিত্যক্ত অবস্থায় ২২০ কেজি গাঁজা উদ্ধার করে,কিন্তু অভিযানে পাচারকারী কাউকে আটক করতে পারেনি।
২১ ব্যাটেলিয়ন সদস্যরা শুত্রুবার বিকাল বালুন্ডা গ্রামে অভিযানে চালিয়ে ১২ শত পিচ ফেন্সিডিল আটক করে,এবং মাদক পাচারকারী নুরুজ্জামান কে আটক করে বিজিবি।
আটক নুরুজ্জামান বারোপোতা গ্রামের তিনু মোড়ল এর ছেলে
৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হক বলেন গোপনসংবাদ এ জানতে পারি রঘুনাথপুর ঘিবা সিমান্ত দিয়ে ভারত থেকে বিপুল পরিমান গাঁজা নিয়ে মাদক পাচারকারী বাংলাদেশে প্রবেশ করছে,এমন সংবাদেরভিত্তিতে সেখানে অভিযানে বিজিবি সদস্যদের উপস্তিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়,বস্তা গুলো উদ্ধার করে ক্যাম্পে ভিতর বস্তা খুলে তার ভিতর ২২০ কেজি গাঁজা পাওয়া যায়।
বিজিবি ২১ ব্যাটালিয়ন অধিনায়ক তারিকুল ইসলাম ফেন্সিডিল উদ্ধারের কথা স্বীকার করে বলেন বালুন্ডা গ্রামে অভিযানে চালিয়ে ১২০০ পিচ ফেন্সিডিল সহ নুরুজ্জামানে নামে একজনকে আটক করি,আটক নুরুজ্জামানে নামে মাদক আইনে মামলা করা হয়েছে