হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থেকে অপহরণকৃত রায়হান নামের এক বছরের শিশুকে রাজধানীর মিরপুর শাহআলী মাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গেছে, শুক্রবার রাত্রে, রাজধানীর মিরপুর শাহ্ আলী মাজার থেকে শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে গত ৬ তারিখ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার মধুপুর নিজ বাসা থেকে শিশু রায়হানকে অপহরণ করা হয় বলে পুলিশ জানায়, শিশু রায়হান মধুপুর এলাকার আবদুল তাহেরের ছেলে। এ ব্যাপারে আশুলিয়া থানার উপ পরিদর্শক শেখ কামরুল জানান, গত বৃহস্পতিবার শিশু রায়হানকে অপহরণ করে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর ওই দিন দুপুরে মুক্তিপনের জন্য রায়হানের মাকে ফোন করে অপহরণকারীরা। পরে গত ৭ তারিখ শিশু রায়হানের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন, (মামলা নং২৩)। এরপর থেকে অপহরণকারীদের মোবাইল ফোনের ট্যাঁক এর মাধ্যমে অবস্থান সনাক্ত করার চেষ্টা করেন পুলিশ, কিন্তু অপহরণকারীরা পুলিশের তৎপরতা বুঝতে পেরে মিরপুর একটি মাজারে ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ জীবিত অবস্থায় ওই মাজার থেকে তাকে উদ্ধার করে শিশুটিকে। তবে অপহরণকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানান, তাদের ধরতে অভিযান অব্যহত রয়েছে বলে পুলিশের দাবি।