মহিউদ্দীনা আহমেদ, কলকাতা।
সম্পর্কে তারা মামা-ভাগ্নী। তবে , প্রেমে মজিলে মন, সম্পর্কে কি আটকে যায়? তাই মামা ও ভাগ্নীর মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু সম্পর্কে অ- মিল হওয়াই মেনে নেয় নি কোন পরিবারই। অগত্যা অভিমানে, একই গাছের ডালে এক সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো প্রেমিক যুগল। ঘটনা ভারতের পশ্চিমবঙ্গেরর বীরভূম জেলার লাভপুর থানার ভগবতীপুরে। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, মামা লালন বাগ্দীর সঙ্গে ভাগ্নী রিতা বাগ্দীর প্রেমের সম্পর্ক ছিলো। রবিবার সন্ধ্যায় তারা দুজনেই বাড়ী থেকে বেড় হয়। তারপর আর সন্ধান মেলে নি। সোমবার সকালে গ্রামের পাশের গাছে ঝুলন্ত অবস্হায় দেখা যায় দুজনকে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লাভপুর থানার পুলিশ গিয়ে দেহ দুটি ময়নাতদন্তর জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।