বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল বন্দরের পুটখালি সীমাšত থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি স্বর্ণের বার
(এক কেজি) জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্বর্ণের
বারগুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৪২ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান,
পুটখালি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে- এমন
সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবির একটি টহলদল সীমান্তের খলশী
বটতলায় অভিযান চালায়। এ সময় কয়েকজন স্বর্ণ পাচারকারী একটি ব্যাগ
ফেলে পালিয়ে যায়। ব্যাগটি ক্যাম্পে এনে তল্লাশি করে ৯টি সোনার বার
পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হবে বলে
জানান তিনি।