এস.এম.নুর আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ পুলিশই জনতা, জনতাই
পুলিশ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলায় ফতেজংপুর
ইউনিয়েনের দেবীগজ্ঞ বাজারে কমিউনিটি পুলিশিং ওপেন হাউস ডে ও মাদক
বিরোধী মত বিনিময় সভা অনষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ এপ্রিল বুধবার বিকেল ৫ টায় ফতেজংপুর ইউনিয়নে দেবীগজ্ঞ বাজারে
কমিউনিটি পুলিশিং ওপেন হাউস ডে ও মাদক বিরোধী মত বিনিময় সভায়
চিরিরবন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: হারেসুল ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দিনাজপুর জেলা মো:
মাহফুজ্জামান আশরাফ। এসময় আরও অন্যোন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, উপজেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, ফতেজংপুর ইউনিয়নের চেয়ারম্যান
নুর মোহাম্মদ লুনার, সাংবাদিক এস এম নুর আলম, বিভিন্ন নেতাকর্মী স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাদকের প্রতিরোধ ও অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার জন্য
সচেতন জনসাধারণের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।