আল মামুন জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের ভুঁইডোবা এলাকা
থেকে ভারতে পাচারকালে এক দিন বয়সের ১০ হাজার সোনালী মুরগীর বাচ্চা
উদ্ধার এবং ভারত থেকে নিয়ে আসার পথে এক হাজার বোতল ফেন্সিডিল আটক
করেছে বিজিবি।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধীন কয়া ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া জানান,
পাচারকারিরা কয়াসীমান্তের ভুইডোঁবা গ্রামের মাঠ দিয়ে বাংলাদেশ
থেকে বেশ কিছু মুরগীর বাঁচ্চা ভারতে পাচার করছে এবং ভারত থেকে
ফেন্সিডিল নিয়ে দেশে প্রবেশ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার
ভোর রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারীরা
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একদিন বয়সের দশ হাজার সোনালী জাতের
মুরগীর বাচ্চা এবং এক হাজার বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে
মুরগীর বাচ্চাগুলো উদ্ধার করে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয় এবং এসব
ফেন্সিডিল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন গুদামে জমা করা হয়।