হেলাল শেখ, ঢাকা ঃ-
কালবৈশাখীতে জাতীয় সংসদ ভবন এলাকায় বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। গত শুক্রবার সন্ধ্যার ঝড়েও গাছের ডালপালা ভেঙে পড়েছিল। উপড়ে পড়েছিল কয়েকটি।
রোববার সন্ধ্যার ঝড়ে ভেঙে ও উপড়ে পড়েছে আরও কয়েকটি। ন্যাম ভবনের সামনে ও মিডিয়ানের গাছগুলো অনেকটা লণ্ডভণ্ড হয়ে গেছে। এসবসহ রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশত গাছ ভেঙে যান চলাচল ব্যাহত হয়।
রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠের পাশেই কয়েকটি গাছ ভেঙে পড়েছে। দিনভর গরমের পর সন্ধ্যায় ঢাকায় কালবৈশাখী বয়ে যায়। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কালবৈশাখীর তাণ্ডবে মানিক মিয়া এভিনিউয়ে লাইন ধরে ১০-১৫টি গাছ ভেঙে পড়ে।
আবহাওয়া অফিস জানায়, রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শুরু হওয়া ১৫ মিনিটের ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৩ কিলোমিটারেরও বেশি। বিকেলের পর রাজধানীর বাইরে খুলনা ও বরিশাল অঞ্চলেও কালবৈশাখী হানা দেয়। এ মৌসুমে প্রতিদিন এ ধরনের ঝড় হওয়ার শঙ্কা রয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, রোববার সন্ধ্যায় বয়ে যাওয়া কালবৈশাখীতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, গুলশান-১, মিরপুর-১০, তেজগাঁওয়ের লাভ রোড, যাত্রাবাড়ী, ধানমণ্ডি, মানিক মিয়া এভিনিউ, মোহাম্মদপুরের বেড়িবাঁধসহ রাজধানীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত গাছ ভেঙে সড়কে পড়ে যান চলাচল বিঘ্নিত হয়। তেজগাঁওয়ের কুনিপাড়ায় দেয়াল ধসের ঘটনা ঘটেছে।
ভেঙে পড়া গাছগুলো সরিয়ে নেওয়ার কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।