বাংলার প্রতিদিন ডটকম ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অশোক রায়কে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়দাস নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। জয়দাসের বাড়ি সরাইল উপজেলার মলাঈশ গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে অশোক রায় ব্যবসাপ্রতিষ্ঠানে বসে কাজ করার সময় অতর্কিত তাঁর ওপর হামলা চালান জয়দাস। স্থানীয় জনতা বিষয়টি আচ করতে পেরে এগিয়ে গিয়ে জয়দাসকে আটক করে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করে। গুরুতর আহত অশোক রায়কে উদ্ধার করে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, ঘটনার সময় জনতা একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।