বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

যশোরে তরুন নেতৃত্বে আস্থা ভোটারদের !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ২৩৪ বার পড়া হয়েছে

মীর ফারুক শার্শা যশোর প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে যশোরের ৬ টি সংসদীয় আসনের ভোটাররা  সাবেক এমপি ও প্রবীণ রাজনৈতিকবিদের থেকে তরুন প্রজন্মের নেতৃত্বের প্রতি অনেক বেশী আস্থাশীল।ভয়েজ অফ জার্নালিষ্ট এর জরিপে এমনটায় ওঠে এসেছে, জরিপে বর্তমান অনেক সংসদ সদস্যর জনপ্রিয়তা ধস নেমেছে।যশোর সদর আসনে বিএনপির প্রবীণ নেতা সাবেকমন্ত্রী তরিকুল ইসলাম ও আওয়ামীলীগের সাবেক এমপি খালেদুর রহমার টিটো জনপ্রিয়তা এখনো আকাশচুম্বী,
ঝিকরগাছা আওয়ামীলীগের বর্তমান এমপি মনিরুল ইসলাম মনির জনপ্রিয়তা না কমলেও, অনন্য সংসদীয় আসনের বর্তমান এমপিদের অত্যন্ত করুন অবস্থা উঠে এসেছে জরিপে।বিশেষ করে যশোর-১ আসন এর এমপি শিল্পপ্রতি শেখ আফিল উদ্দিন,যশোর-৩ সদর আসনের বর্তমান এমপি শিল্পপ্রতি কাজী নাবিল আহম্মদ,যশোর-৬ কেশবপুর আসনের বর্তমান এমপি ও মন্ত্রী ইসমাত আরা সাদেক অত্যন্ত নাজুক অবস্থা উঠে এসেছে।
সম্প্রতি  ভয়েজ অফ জার্নালিষ্ট নামে একটি নিউজ পোর্টাল দেশে ৩০০ সংসদীয় আসনে আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে ভোটাররা তাদের আসনে কাকে এমপি হিসেবে দেখতে চান? সেখানে অনলাইন ব্যবহারকারীরা ভোট প্রদান করে,জরিপ নিয়ে বির্তক আছে কিন্ত  জরিপে মাধ্যমে সাধারন মানুষে মনে অনুভুতির না বলা কথা প্রকাশ পেয়েছে বলে অনেকে মনে করে,এবং বর্তমান এমপিদের জন্য এটি নির্বাচনের মাঠের সর্তকবার্তা বলে মনে করে।জরিপে দেখা যায় যশোর সংসদীয় আসন এর অনেক প্রভাবশালী নেতাদের জনপ্রিয়তা শুন্যর কোটায়।

যশোর ১ (শার্শা) আসন
আওয়ামীলীগ
আওয়ামীলীগের বর্তমান এমপি শিল্পপ্রতি শেখ আফিল উদ্দিন জনপ্রিয়তা ধস নেমেছে। বেনাপোল পৌর মেয়র মোঃ আশরাফুল আলম লিটন প্রতি আস্থা বেড়েছে ভোটারের। আশরাফুল আলম লিটন প্রাপ্ত ভোটের ২১.৫০% ৫৫৯ ভোট,শেখ আফিল উদ্দিন ০৭.৬৯% ২০০ ভোট,সাবেক এসপি আব্দুল মাবুদ ০.৪৬% ১২ ভোট পেয়েছেন
বিএনপি
বিএনপির সংস্কারপন্থী বহিস্কৃত সাবেক দপ্তর সম্পাদক  মফিকুল হাসান তৃপ্তি ও নবম জাতীয় নির্বাচনে জোটের প্রার্থী মাওলানা আজিজুর রহমান এর থেকে ভোটাররা শার্শা থানা বিএনপির সাধারন সম্পাদক হাসান জহিরে উপর অনেক বেশী আস্থাশীল,হাসান জহির প্রাপ্ত ভোটের ৫৭.২০%  ১১৬৮ ভোট,মফিকুল হাসান তৃপ্তি ২৮.০৮% ভোট ৪৭০ ভোট,মাওলানা আজিজুর রহমান ২.৬২% ভোট ৬৮ ভোট পেয়েছেন।

যশোর-২ (চৌগাছা,ঝিকরগাছা)
আওয়ামীলীগ
জরিপে দেখা যায় চৌগাছা +ঝিকরগাছা ভোটাররা বর্তমান এমপির মনিরুল ইসলাম মনির উপর এখনো বেশ আস্থাশীল মনিরুল ইসলাম মনি প্রাপ্ত ভোটের ৫৭.২০% ৬৫৯,সাবেক মন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ১৪.০৬% ১৬২,মেজর জেনারেল ডা: নাসির উদ্দিন ১.৩০ ১৫ ভোট পেয়েছেন।
বিএনপি
এই আসনে  বিএনপির স্থানীয় নেতাদের থেকে যশোর জেলা বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক শিল্পপ্রতি মিজানুর রহমান খান এর প্রতি আস্থা ভোটারদের।মিজানুর রহমান খান প্রাপ্ত ভোটের ২০.৯২% ২৪১,এডভোকেট ইসাহক ১.৪৮ ১৭, জহিরুল ইসলাম ১.১৩% ১৩ ভোট পেয়েছেন।জরিপে জামায়াতে সাবেক এমপি মাওলানা আবু সাইদ ও উপজেলা চেয়ারম্যান সাবিরা ইসলাম মুন্নি নাম না থাকায় তাদের অবস্থা কি বলা মুশকিল।
যশোর -৩ (সদর)
আওয়ামীলীগ
যশোর সদর আসনে জরিপে ভিন্নতা দেখা গেছে,বর্তমান এমপি কাজী নাবিল আহম্মদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার এর প্রতি ভোটারদের আস্থা কম,প্রবীণ আওয়ামীলীগ নেতা সাবেক এমপি খালেদুর রহমান টিটো প্রতি এখনো ভোটাররা প্রচুর সহানুভূতিশীল।প্রাপ্ত ভোটের খালেদুর রহমান টিটো ৪৩.৭১% ১২৬৩ ভোট, শাহিন চাকলাদার ৬.৪১ ২৮৫ ভোট,কাজী নাবিল আহম্মদ ৪.০৬% ১১৭ ভোট পেয়েছেন।
বিএনপি
যশোর সদর আসনে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সাবেকমন্ত্রী তরিকুল ইসমার এখনো অপ্রতিদ্বন্দ্বী,তিনি যত দিন জীবিত থাকবেন ততদিন এই আসনে বিএনপির প্রার্থী থাকবেন বলে মনে করেন সবাই,তার প্রাপ্ত ভোট ৪৫.৬৩% ১৩১৮ ভোট পেয়েছেন।

যশোর-৪ (বাঘারপাড়া,অভয়নগর)
আওয়ামীলীগ
এই আসনের আওয়ামীলীগের বর্তমান এমপি রণজিত কুমার ও সাবেক হুইপ আব্দুল ওহাব প্রতি ভোটাদের আস্থা কমে তরুন আওয়ামীলীগ নেতা নাজমুল হোসেন কাজল প্রতি আস্থাশীল প্রাপ্ত ভোটের ৪১.২৮% ১৩৫ ভোট, রণজিত কুমার ১৮.৯৬% ৬২ ভোট, আব্দুল ওহাব ১২.৫৪% ৪১ ভোট পেয়েছেন।
বিএনপি
বিএনপির সাবেক জোট প্রার্থী টি এস।আইয়ুর এখানে এগিয়ে আছে।প্রাপ্ত ভোটের ১৮.০৪% ৫৯ ভোট, কেন্দ্রীয় বিএনপির সদস্য মতিয়ার ফরাজী ২.৭৫% ৯ ভোট, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী ২.১৪% ৭ ভোট পেয়েছেন।

যশোর-৫(মনিরামপুর)
আওয়ামীলীগ
বর্তমান এমপি স্বপন ভট্রচার্য্য  প্রতি ভোটের কিছুটা আস্থা থাকলেও আওয়ামীলীগ তরুন নেতা কাজী মাহমুদুল হাসান প্রতি সর্মথন বেশী।প্রাপ্ত ভোটের হিসাবে কাজী মাহমুদুল হাসান ২৭.৬৬% ২৯০৮,স্বপন ভট্রচার্য্য ১৯.৫০% ২০৫০,ডাঃ জেসমিন আরা বেগম ৫.৭৬% ৬০৫ ভোট পেয়েছেন।

বিএনপি
২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক এমপি মুফতি ওয়াক্কাস থেকে বিএনপির থানা সভাপি ও সাবেক পৌর মেয়র শহিদ ইকবালের প্রতি কিছুটা আস্থাশীল ভোটাররা। প্রাপ্ত ভোটের শহিদ ইকবাল ৭.৩১% ৭৬৮, মুফতি ওয়াক্কাস ১.৫৩% ১৬১, প্রকৌশলী শরিফুজ্জামান খান শরিফ ০.৬৮% ৭১ ভোট পেয়েছেন।

যশোর-৬ কেশবপুর
আওয়ামীলীগ
আওয়ামীলীগের বর্তমান মন্ত্রী ইসমাত আরা সাদেক এর জনপ্রিয়তায় ধস নেমেছে।,ভোটাররা তরুন আওয়ামীলীগ নেতা  আমির হোসেন এর সর্মথন বেড়েছে,প্রাপ্ত ভোটের আমির হোসেন ৪৭.৯৬% ৭১৭ ভোট,শেখ আব্দুর রফিক ৭.৬৯% ১১৫ ভোট,ইসমাত আরা সাদেক ৩.৪৮ ৫২ ভোট পেয়েছেন।
বিএনপি
আসনে বিএনপির সাবেক প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল হোসেন আজাদ এর থেকে তরুন বিএনপির নেতা আবু বকর আবু প্রতি ভোটাদের আস্থা প্রাপ্ত ভোটের আবু বকর আবু ৩৩.৯১% ৫০৭ ভোট,আবুল হোসেন আজাদ ৩.৩৪% ৫০ ভোট, অমলেন্দ দাশ অপু ১.৫৪% ২৩ ভোট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451