বাংলার প্রতিদিন ডটকম ঃ-
সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার বৈঠকে বসেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
আজ শুক্রবার রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ–সংলগ্ন ন্যাম ভবনে আন্দোলনকারীদের সঙ্গে নানকের বৈঠক চলছে। সেখানে আছেন আওয়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেতা এনামুল হক শামীম।
আজ শুক্রবার রাত আটটার দিকে আন্দোলনকারীদের ন্যাম ভবনে আলোচনায় আসার জন্য ডাকা হয়। এরপর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ন্যাম ভবনের উদ্দেশে রওনা হয়।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান রাত সাড়ে আটটার দিকে গণমাধ্যমকে বলেন, আলোচনার জন্য তাঁদের ডাকা হয়েছে। এ কারণে তাঁরা সেখানে যাচ্ছেন।
কোটা সংস্কারের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছে সংগঠনটি। আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু এখনো তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ পায়নি।
আন্দোলনকারীরা বলছেন, এ মাসের মধ্যে প্রজ্ঞাপন না হলে তাঁরা মে মাস থেকে আবারও আন্দোলনে নামবেন।
গত ৮ এপ্রিল থেকে পাঁচ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন।
পরে ১২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করে সব চাকরিতে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।