ঢাকা: টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মধ্যে টেলিটক করপোরেট সেবা গ্রহণ সংক্রান্ত সমঝোতা স্মারক হয়েছে।
এতে টেলিটকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক ও অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি), প্রশান্ত কুমার সাহা (অতিরিক্ত সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর) ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।