মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের খড়িয়া
গ্রামে পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর জন্য আধুনিক
তথ্য-প্রযুক্তিগত শিক্ষা প্রদান করার লক্ষ্যে বেদে সম্প্রদায়ের
শিশু শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত কম্পিউটার প্রশিক্ষণ
সেবা চালু হয়েছে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ ২ আসনের
সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমএলি
আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ও শান্তির প্রতিক পায়ড়া
উরিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা করেন। উত্তরণ
কম্পিউটার সেন্টার ও শিক্ষালয় নামে প্রশিক্ষণ কেন্দের
পরিচালনা করছে উত্তরণ ফাউন্ডেশন।
উদ্বোধন শেষে উত্তর খড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে
আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও
উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর
রহমান বিপিএম(বার), পিপিএম এর সভাপতিত্বে প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ২ আসনের
সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন। আরোও উপস্থিত
ছিলেন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম,
উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, অতিরিক্ত
পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন প্রমুখ।
২০১৭ সালের ডিসেম্বর মাসে স্কুলটি যাত্রা শুরু করে।
প্রাথমিক পর্যায়ে একটি কম্পিউটার ও প্রিন্টার দিয়ে
কার্যক্রম চলবে। নবম দশম শ্রেণির ৫ জন শিক্ষার্থী
কম্পিউটার শিক্ষা গ্রহণ করবেন এবং বাকি শিক্ষার্থীরাও
শিখবে। শিক্ষক মোঃ শাকিল এই কম্পিউটার শিক্ষা প্রদান
করবেন। ৮০ জন শিক্ষার্থীকে ৪ জন শিক্ষক শিশু শ্রেণী
থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা দিয়ে থাকেন।
এই ফাউন্ডেশনের সহায়তায় বেদে সম্প্রদায়কে যোগ্যতা
অনুযায়ী চাকুরি প্রদান, গার্মেন্টস ও বিউটি
পার্লার,বুটিক শোরুম, ড্রাইভিং শিক্ষা দিয়ে চাকুরী
প্রদান, বিয়ের খরচ বহন, আইনি সহায়তা, সমাবয়
সমিতি, বিদ্যালয় সহ বেদে সম্প্রদায়ের ২৫০০ ভোটার
এবং শিশু শ্রেণী থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের বিভিন্ন
সেবা দিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি।#