সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ৯টি স্থানে আঞ্চলিক ভাষায় জনসচেতনতা মূলক পথ
নাটক পরিবেশিত হয়েছে। পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য,
প্রজনন স্বাস্থ্য ও বাল্য বিয়ে বিষয়ে শ্যামল ভৌমিক এর নির্দেশনায়
‘ভুল যখন ভাঙ্গলো’ নামে এ পথ নাটকটি পরিবেশন করে প্রচ্ছদ
কুড়িগ্রাম এর শিল্পীরা।
লা- জওনেস এর সহযোগীতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম
কর্তৃক ২০১৭-১৮ অর্থ বছরের আইইসি অপারেশনাল প্লানের
আওতায় আর পি এ (জিওবি) খাতে তিনদিন ব্যাপী এ পথ নাটক
সোমবার শেষ হয়েছে। গত তিন দিনে জেলা সদরের পাঁচগাছী,
যাত্রাপুর ও চর কুড়িগ্রাম, নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া,
ডাকিনীর পাড়, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ, উলিপুর উপজেলার
দূর্গাপুর, যমুনা, মন্ডলের হাট এলাকায় বিপুল পরিমান দর্শকের
উপস্থিতিতে নাটকটি মঞ্চস্থ হয়।
এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রহমত আলী, শেখ নূর
মোহাম্মদ, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, মাসুদ
রানা খন্দকার, এম এ হাই ও প্রচ্ছদ কুড়িগ্রাম এর সভাপতি
জুলকারনাইন স্বপন, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, ইমতে
আহসান শিলু সহ নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন । এতে সংগীত ও
অভিনয়ে অংশ নেয় লিটন দাস, ফজলু মিয়া, শাহানা আক্তার,
মোখলেছুর রহমান মুকুল, ফরিদা আক্তার পরি, মোখলেছুর রহমান,
মিম, রানী সহ অন্যান্যরা।