কেনিয়ার একটি বাঁধ ভেঙে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য থেকে এ কথা জানিয়েছে কয়েকটি সংবাদ মাধ্যম। নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এতে বহু লোক আহত ও নিখোঁজ হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সোলাইতে বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। ভারী বর্ষণের কারণে বাঁধ ভেঙে যায়। কেনিয়ার কতৃর্পক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
কেনিয়ার রেডক্রশ সংস্থা জানিয়েছে, তারা ৪০ জনকে ইতোমধ্যে উদ্ধার করেছে।
এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বর্ষণের কারণে বাঁধ ভেঙে যাওয়ায় ২ সহস্রাধিক লোক গৃহহীন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে স্থানীয় অধিবাসীরা জানান, এই দুর্ঘটনায় আরো অনেক লোক নিখোঁজ রয়েছেন। তাদের আশঙ্কা নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।
সূত্র: বিবিসি, দ্য ইনডিপেন্ডেন্ট, আল-জাজিরা, জেনকারস নিউজ