আন্তর্জাতিক ডেস্ক ঃ
ভেনেজুয়েলায় সরকারবিরোধী চক্রান্তে লিপ্ত থাকার অভিযোগে দুই মার্কিন কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
দেশটিতে নিযুক্ত সর্বোচ্চ মার্কিন কূটনীতিক টড রবিনসন ও তাঁর ডেপুটি ব্রেইন নারানজোকে বহিষ্কার করা হয়েছে।
প্রেসিডেন্ট মাদুরো বলেন, এই দুই মার্কিন প্রতিনিধি নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদে ফেরত যাওয়ারও নির্দেশ দেন তিনি।
গত রোববার দেশটির জাতীয় নির্বাচনে মাদুরো সরকারের জয়কে ‘প্রতারণামূলক’ বলে উল্লেখ করে ওয়াশিংটন। আর এই সমালোচনার পরই এই প্রতিক্রিয়া এসেছে।
ওই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হেনরি ফেলকনের চেয়ে চল্লিশ লাখ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন নিকোলাস মাদুরো। তবে, নির্বাচনে ভোট দিয়েছেন মাত্র ৪৬ ভাগ মানুষ।