এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট
পৌরসভায় পিকআপভ্যান চাপায় নুসরাত জাহান নাবিলা (৯) নামের এক স্কুল
ছাত্রী নিহত হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে বসুরহাট-কবিরহাট সড়কের
পূর্ব ফতেপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান নাবিলা
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এর কবিরহাট শাখার ইভিপি আব্দুল হালিমের
মেয়ে। সে কবিরহাট কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয়
সূত্রে জানা গেছে, বিকেল বাড়ীর পাশের দোকানে যাচ্ছিল নাবিলা। এসময়
বসুরহাট থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান তাকে
পিছন থেকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে
উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মির্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান,
পিকআপভ্যানটি আটক করা হয়েছে। ঘটনার পর চালক ফালিয়ে যাওয়ায় তাকে
আটক করা সম্ভব হয়নি।