মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ভুট্রা ফসল চাষে হবে ইউরিয়া সাশ্রয় এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে এসিআই ফার্টিরাজারের ইউরিয়া সাশ্রয়ী পণ্য নেব এর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ী বাজারে ভুট্রা চাষে নেব ব্যবহারে মাঠদিবস অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরে উপ-পরিচালক কৃষিবিদ আফতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শাহ্ আলম, দিনাজপুরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াজেদ।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফার্টিলাইজারের বিজনেস ডিরেক্টর কৃষিবিদ বশির আহমেদ প্রমুখ।
এছাড়াও এসিআই ফার্টিলাইজারের দিনাজপুর, রংপুর অঞ্চলের বিভিন্ন পদের কর্মকর্তাসহ ভুট্রা চাষের সাথে সংশ্লিষ্ট চাষি ও ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ইউরিয়া সারের ব্যয় কমাতে এসিআই ফার্টিলাইজার আমেরিকা হতে নেব নামে তরল পদার্থ আমদানি করেছে। যা চাষিরা মোট সার ব্যবহারের অর্ধেক সারের সাথে মিশিয়ে ব্যবহার করে কার্যকরি ফলাফল পাচ্ছে। নেব ব্যবহারে ইউরিয়া অনেক কম লাগবে ফলে চাষিরা আর্থিক ভাবে লাভবান হবেন।