রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কামার হাট বাজারের ওষধ ব্যবসায়ী ও রামনগর গ্রামের ডা:
মোশারেফ হোসেন মালিকীয় সম্পত্তিতে কামার হাট বাজারে ইমারত নির্মাণে
২লাখ টাকার চাঁদাদাবী করছেন স্থানীয় জহিরুল ইসলাম বুলু,জাহাঙ্গীর আলম,শরীফ
হোসেনের নেতৃত্বে দুর্বৃত্তরা।
সৃষ্ট ঘটনায় ডা: মোশারেফ হোসেন সোমবার থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে বাদী
হয়ে মামলা করেন।
সূত্রে জানান ডা: মোশারেফ হোসেনের খরিদকৃত সম্পত্তিতে ইমারত নির্মাণে
গত সপ্তাহ যাবত দুর্বৃত্তরা ২লাখ টাকা চাঁদাদাবী করেন নির্মাণাধিন ইমারত
সামনে ভেরিকেট দেন। এ সময়ে ভেরিকেট বাধাদিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে
ডা: মোশারেফ হোসেন বাহারসহ নির্মাণ শ্রমিকদেরকে ধারলো অস্ত্র দিয়ে হত্যার
চেষ্টা করেন।
ডা: মোশারেফ হোসেন জানান দুর্বৃত্তরা ২লাখ টাকা চাঁদাদাবী করেন তার
নির্মাণাধীন ইমারত কাজ বন্ধ করে দেয়। চাহিদামত টাকা না দেওয়ায় ওই
সম্পত্তিতে ওয়ারিস হিসেবে দাবী করে নির্মাণাধীন ইমারত সামনে ভেড়া দিয়ে
ভেরীকেট দেয়,নির্মাণ শ্রমিকসহ তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করেন।
প্রতিপক্ষ জহিরুল ইসলাম জানান ডা: মোশারেফ হোসেনের খরিদকৃত সম্পত্তি
তিনি ওয়ারিস হিসেবে মালিক রয়েছে।
মামলার তদন্তকারী পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান মামলা তদন্ত
সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।