স্টাফ রির্পোটার॥
জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা কলেজ ছাত্রদল সহ-সভাপতি সাইফুল
ইসলাম তুহিন। হাইকোর্টের জামিনের কাগজ হাতে পাওয়ার পর
সোমবার(২৮মে) সন্ধা ৬টার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে
ছাত্রদল নেতা তুহিনকে মুক্তি দেওয়া হয়।
কারামুক্ত হয়ে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম তুহিন বলেন, আমি মুক্তি
পেয়েছি,কিন্তু এতে কোন আনন্দ নেই। কারণ আমার নেত্রী ও গনতন্ত্রের
মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাননি।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মামুন বিল্লাহ এ তথ্য নিশ্চিত করে
বলেন,সোমবার সন্ধা ৬টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার হতে
ঢাকা কলেজ ছাত্রদল সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিন জামিনে মুক্তি
পান।
উল্লেখ্যঃ গত ৭ এপ্রিল কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল
বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিতে আসা
কারাবন্দি বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর
থেকে ঢাকা কলেজ ছাত্রদল সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিনকে
গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।
পরে পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান ও পুলিশকে হত্যার উদ্দ্যেশে ইট
পাটকেল নিক্ষেপ করার অপরাধে শাহবাগ থানা পুলিশ তুহিনকে প্রধান
আসামী করে একটি মামলা দায়ের করেন। ৮ এপ্রিল তাকে আদালতে
হাজির করে ৫দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ১দিনের রিমান্ড
মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১০ এপ্রিল আদালতে হাজির করলে আদালত তাকে
জেল হাজতে প্রেরণের নিদের্শ দেন।
ছাত্রদল নেতা সাইফুল ইসলাম তুহিন দীর্ঘ ১মাস ২১দিন কারাবাসের পর
জামিনে মুক্তি পান। তুহিন ভোলা জেলার শশীভূষণ থানার রসুলপুর
ইউনিয়নের কৃতিসন্তান।