মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
শনিবার নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল বেঙ্গল সুগার মিল এলাকায় পাওয়ার ক্রাশারের মাধ্যমে অবৈধভাবে আখ মাড়াই, গুড় প্রস্তুত ও পরিবহন বন্ধের লক্ষ্যে মিলের ট্রেনিং কমপ্লেক্স এ উপজেলা প্রশাসন, মিল কর্তৃপক্ষ, আখ চাষী, গুড় ব্যবসায়ী, রাজনৈতিক নের্তৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা প্রশাসন ও নর্থ বেঙ্গল সুগার মিলের উদ্যোগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা প্রশাসক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী অফিসার নজর”ল ইসলাম, করপোরেশনের পরিচালক (ইক্ষুউন্নয়ন ও গবেষণা), করপরেশনের পরিচালক আবদার হোসেন, সচিব মাহবুবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিলের ব্যব¯’াপনা পরিচালক এসএম আব্দুল আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, আখ চাষী সমিতির সভাপতি ইব্রাহীম খলিল প্রমুখ।