অনলাইন ডেস্কঃ-
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার থেকে এ যানজট শুরু হলেও আজ শুক্রবার সকাল ৭টা থেকে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এতে হাজার হাজার যাত্রীকে দুর্ভোগে পড়েছে। বেশি সমস্যায় পড়েছে শিশু, বৃদ্ধ ও নারী।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এই যানজট এখন চন্দ্রা থেকে চৌরাস্তা-গাজীপুর ও চন্দ্রা থেকে বাইপাইল-নবীনগর ও বাইপাইল-আশুলিয়া ও উত্তরা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি এ কে এম কাউছার সাংবাদিকদের জানান, সড়কের দুই পাশে কাঁচা মাটি ফেলায় এবং ব্রিজ নির্মাণের কাজ করায় এ যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।