নিজস্ব প্রতিনিধি ঃ
রিকশা জনগনের নিত্য প্রয়োজনীয় যানবাহনের মধ্যে অন্যতম। আর সেই রিকশা কে ব্যবহার করে প্রতি দিন সাধারন মানুষের কাছ থেকে কসাইয়ের মত ব্যবহার করে ভাড়া হাকাচ্ছে হেলিকপ্টার এর চেয়ে অনেক বেশি। অটো রিকশা প্রশাসন অনুমতি দিছে বলে ডাবল ভাড়া হাকাচ্ছেন রিকশা নামে অটোর পাইলটেরা। প্রতিবাদ করতে গেলে আটোর পাইলট দের দাপটে কথা বলাতো দুরের কথা মানসন্মান নিয়ে ঘরে যেতে পারেন না বলে জানান ভুক্তভোগী সামছুননাহার ! স্পিডবেকার কে তোয়াক্কা না করে আটোর পাইলটেরা অটো চালিয়ে প্রতিদিন জায়গায় বেজায়গায় এক্সিডেন্ট করে সাধারণ জনগন হুমকির মুখে জন জীবন করে যাচ্ছেন!এতে করে আর্থিক দিক থেকে ক্ষতি তো হচ্ছেই দুর্ভোগ এর কমতি নাই ৰরং সশরিরে ঘরে ফিরা যাবে কিনা তা সন্দিহান। এমতাবস্থায় বাংলার প্রতিদিন এর প্রতিনিধি মোঃমনিরুল ইসলাম শাকিল জনসাধারণ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানতে পারে যে প্রতি নিয়ত ই এই ভোগান্তির স্বিকার জনগন। প্রশাসনিক ভাবে নজরে এনে সুরাহা র দাবি জানান কেউ কেউ!