সোহেল রানা,দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলি
সীমান্তে রেল কোলনী পাড়ায় আজ শনিবার(১৩ আগষ্ট) সকালে র্যাব-১৩ সদস্যরা এক
অভিযান চালিয়ে ১কেজি ২৮০গ্রাম গানপাউডার ও ৮টি হাতবোমাসহ একজন মহিলাকে
আটক করে।যার্ব-১৩ সূত্রে জানা যায়,তারা গোপন সংবাদের ভিত্তিতে রেল কোলনী
পাড়ার মৃত মোত্তালেব হোসেনে ছেলে রিপন মিয়ার বাড়িতে তল্লাসি চালানো
হয়,এসময় তার বাড়িতে ভাড়াটিয়া থাকা সাইদুর রহমানের শয়ন ঘর থেকে এগুলো
উদ্ধার করা হয়।এসময় সাইদুর রহমানের স্ত্রী মোছা:লাভলী বেগম(৩৫)কে আটক করে
যার্ব-১৩ সদস্যরা।তারা আরো জানান,আটককারী বিরুদ্ধে মামলা দায়ের করে
পুলিশের কাছে সোর্পদ করা হবে।এলাকাবাসী জানান,চোরাকারবারী লাভলী বেগম
প্রায় ৫/৬ ধরে ওই বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন।