ঢাকা : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের কেশবপুরে ধানের শীষ প্রতীকে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী কে এম খলিলুর রহমানকে বিজয়ী ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি জোর দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (০৯ জুন) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গত ২৮মে পঞ্চম ধাপে যশোরের কেশবপুর উপজেলার ৪নং বিদ্যানন্দকাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী কে এম খলিলুর রহমান ১১ ভোট বেশি পেলেও রিটার্নিং অফিসার ফলাফল পাল্টে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করেন।
বিবৃতিতে এ ঘটনাকে ‘জালিয়াতি’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ধানের শীষের বিজয়ী প্রার্থীর ফলাফল পাল্টে দিয়ে যেভাবে আনারস প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করা হয়েছে তা শুধু ন্যক্কারজনকই নয়, নির্বাচনী কর্মকর্তারা যে ভোট চুরির সহায়তাকারী তা আবারও প্রমাণিত হলো।’
তিনি আরো বলেন, ‘শুধু কেশবপুরে নয়, দেশব্যাপী অনুষ্ঠিত ইউপি নির্বাচনগুলোতে আওয়ামী সন্ত্রাসীদের ভোট ডাকাতি, ব্যালট বাক্স ছিনতাই, সহিংসতা ও ফলাফল পাল্টে দেয়ার নজীরবিহীন ঘটনা ঘটেছে। ইউপি নির্বাচন নিয়ে নতুন করে কিছু বলার নেই, নির্বাচন নিয়ে যে সহিংস তাণ্ডব ঘটেছে তা দেশবাসী জানে।’
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম অবিলম্বে যশোরের কেশবপুরের ৪নং বিদ্যানন্দকাঠি ইউপি নির্বাচনে ধানের শীষের এগিয়ে থাকা প্রার্থী কে এম খলিলুর রহমানকে বিজয়ী করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান।