বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হেরে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দীর্ঘ ইনজুরির পর ফিরলেও দলের হার ঠেকাতে পারেননি ম্যানুয়েল নয়্যার। শুরুতে মেসুত ওজিলের গোলে এগিয়ে গিয়েও অস্ট্রিয়ার কাছে লোর দল হেরেছে ১-২ গোলে। জার্মানির হারের দিনে আবারও ড্র করেছে পর্তুগাল। তিউনিসিয়া ম্যাচের পর বেলজিয়ামের সঙ্গেও ড্র করেছে রোনালদোহীন পর্তুগিজরা। গোলশূন্য ড্র হয় তাদের ম্যাচ।
অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ এগিয়ে ছিল জার্মানি। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরে অস্ট্রিয়া। গোল করেন হিন্টারএগার ও সাউফ। এই ম্যাচে খেলেছেন ম্যানুয়েল নয়্যার।
বেলজিয়ামের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপ প্রস্তুতিতে ড্র করে পর্তুগাল। আগের ম্যাচে তারা ২-২ গোলে ড্র করেছিল তিউনিসিয়ার বিরুদ্ধে। ব্রাসেলসে ম্যাচ শেষে হয় গোলশূন্যভাবে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন ভিনসেন্ট কোম্পানি। বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র ১১ দিন। তার আগে এই চোট বেলজিয়াম নীতি-নির্ধারকদের চিন্তায় ফেলেছে। রাশিয়া বিশ্বকাপে ভিনসেন্টকেও পাওয়া যাবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
রোনালদোহীন পর্তুগাল এই ম্যাচেও সমর্থকদের মন জিততে পারেনি। বিপক্ষের হ্যাজার্ড-লুকাকুরাও বেলজিয়ামের হয়ে গোলের দরজা খুলতে ব্যর্থ হয়েছেন।