বাংলার প্রতিদিন।
রেলের অগ্রিম টিকিট বিক্রিতে অব্যবস্থাপনা বা যাত্রীদের অভিযোগ আছে কিনা তা জানতে ১০ সদস্যের দুদকের একটি টিম কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন।
আজ রবিবার বেলা ১২টার দিকে দুদকের উপ-পরিচালক মাহমুদ হাসানের নেতৃত্বে এই টিমটি টিকিট কাউন্টারগুলোর সামনে গিয়ে অপেক্ষমাণ টিকিটপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। এবং যাত্রীদের সঙ্গে কথা বলে সার্বিক বিষয় খোঁজ-খবর নেন।
পরে দুদকের উপ-পরিচালক মাহমুদ হাসান সাংবাদিকদের জানান, কিছু অভিযোগ ক্ষতিয়ে দেখতে আমাদের টিম পরিদর্শনে এসেছে। যাত্রীরা যেন ঝামেলাহীনভাবে ঈদের অগ্রিম টিকিট কিনতে পারেন সে বিষয়গুলো নিশ্চিত করতেই আমাদের আসা।
এ সময় উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলামসহ ১০ সদস্য পরিদর্শনে অংশ নেন।