মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান পটলের মরদেহ দেশে এসেছে। ৫ দফা জানাযা শেষে রোববার বিকেলে লালপুরের গৌরীপুরে পারিবারিক কবরা¯’ানে তাকে দাফন করা হবে।
মরহুমের মেয়ে সুপ্রীম কোর্টের আইনজীবি ফারজানা শারমিন পুতুল জানান, শনিবার দুপুরে কলকাতা থেকে তার বাবার লাশ ঢাকায় আসে। শনিবার রাতে বাদ এশা ঢাকার রামপুরার বনশ্রীর বাসভবনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। রেবাবার সকাল ১০টায় পল্টন বিএনপির দলীয় কার্যালয়ে দ্বিতীয় ও সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টর যোগে মরদেহ নেওয়া হবে বাগাতিপাড়ায়। বাদ জোহর বাগাতিপাড়া পাইলট হাইস্কুল মাঠে চতুর্থ এবং বাদ আছর লালপুরের গৌরীপুর উ”চ বিদ্যালয় ও কলেজ মাঠে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হবে। পঞ্চম জানাজা শেষে পারিবারিক কবর¯’ানে বাবা-মা’র কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
বিএনপির এ নেতা কিডনি-ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ১৬ এপ্রিল তিনি চিকিৎসার জন্য কলকাতায় যান। কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।