গত ৩ জুন রবিবার বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল আপার ডার্বির
মদিনা মসজিদে অনুষ্ঠিত হয় |সভাপতি মোঃ ইফতেখার হোসেন ফরহাদ জরুরি কাজে বাংলাদেশে
অবস্থান করায় বর্তমানে সহ-সভাপতি মোঃ হায়দার আলী সভাপতির দায়িত্ব পালন করেন |সহ-
সভাপতি মোঃ হায়দার আলী এবং সাধারণ সম্পাদক মনসুর আলী মিঠু উপস্থিত সকল রোজাদার
ব্যক্তিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং আজকের এই ইফতার মাহফিলে সকলের উপস্থিতি কে
ধন্যবাদ জানান | সাধারণ সম্পাদক মনসুর আলী মিঠু এর পরিচালনায় ইফতার মাহফিল
পরিচালিত হয়|
গত বেশ ক'বছর ধরে বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভানিয়া এই ইফতার মাহফিলের আয়োজন
করে থাকেন |
সংঘটনের কার্যকরী কমিটির সদস্যগণ সকল অতিথিদেরকে নিজ নিজ আসনে বসে খাবারের ব্যবস্থা
করে দেন |গত রবিবার এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দেলোয়ার কাউন্টির কাউন্সিলম্যান
সেখ সিদ্দিক মেলবোর্ন কাউন্টির কাউন্সিলম্যান মোঃ ফেরদৌস ইসলাম, মোঃ মাহবুব আলম তৈয়ব,
নুরুল হাসান ,প্রাক্তন কাউন্সিলম্যান জাহাঙ্গীর আলম,তাছাড়া বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সাংস্কৃতিক
সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন | নিউইয়র্ক, নিউ জার্সি,লেন্স Dell,নর্থ ইস্ট, ফিলাডেলফিয়া
ও অন্যান্য শহরের নেতানেত্রীগণ উপস্থিত ছিলেন |বয়োজোষ্ঠ্য, নতুন প্রজন্ম এবং মহিলাদের উপস্থিতি
ছিল অনেক |
ইফতারের শুরুতে রোজা ও সিয়াম সাধনের উপর মসজিদের ইমাম গুরুত্বপূর্ণ আলোচনা করেন |
নতুন প্রজন্মকে নামাজ-রোজা এবং সিয়াম এর কার্যকারিতা সম্পর্কে মা-বাবাকে সিয়ামের তাৎপর্য
সম্পর্কে সঠিক তথ্য দেওয়া পরামর্শ দেন এবং দোয়া পরিচালনা করেন |
ইফতারের শেষে মোঃ হায়দার আলী এবং সাধারণ সম্পাদক মনসুর আলী মিঠু আজকে এই
ইফতারিতে সকলের উপস্থিতি কে সাধুবাদ জানান |