বাংলার প্রতিদিন ডটকম ঃ
কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়ায় প্রাইভেট কার চাপায় রিকশাচালক আব্দুল মালেকের এক পা বিচ্ছিন্ন হওয়ার মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার গাড়ি চালকের নাম মো. রিয়াদকে (১৮)। তিনি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুছ ভুট্টোর ছেলে। বৃহস্পতিবার রাতে শহরের এবিসি ঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার রিয়াদকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন বলেন, গত ২২ এপ্রিল মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে প্রাইভেট কার চালিয়ে রিয়াদ রাস্তার পাশে বিশ্রামরত এক রিকশাচালককে চাপা দেন। এতে রিকশাচালকের এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় সেদিন আরও দুইজন আহত হয়। প্রাইভেট কারের ধাক্কায় পা হারানো আব্দুল মালেকের ভাই আব্দুর রহিম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।