অনলাইন ডেস্কঃ-
রাজধানীর খিলক্ষেতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পাঁচটি দোতলা বাস ও একটি পরিত্যক্ত বাসসহ বিআরটিসির মোট ১০টি গাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করছেন বিআরটিসির চেয়ারম্যান। তিনি বলেন, ঈদযাত্রায় ঘরমুখী মানুষের সেবায় বিআরটিসির এ অগ্নিকাণ্ডে কোনো অসুবিধা হবে না।
ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে।
রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।