নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় পাওনা টাকা চাওয়ায় সাকিল আহম্মেদ (১৬) নামের এক
চা দোকানিকে পিটিয়ে জখম কারী সেই ঔষধ ব্যবসায়ী আমিরুল ইসলামকে
গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের
হিজলি ভাটপাড়া আফসার নগর বাজারের নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করা
হয়। পরদিন শনিবার দুপুর (১ টা) পর্যন্ত আটক আমিরুলকে থানায় রাখা হয়েছে বলে
জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই প্রশান্ত। এর আগে ঘটনার দিন
বৃহস্পতিবার রাতে আহত সাকিলের বাবা বাগাতিপাড়া মডেল থানায় একটি
লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগ দাখিল করা হলেও মামলা রেকর্ড করা
হয়নি। এ ব্যাপারে
বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, উভয়
পক্ষের মধ্যে সালিশ বৈঠক চলছে, সমঝোতা হতে পারে।
প্রসঙ্গত, আফসার নগর বাজারে চা দোকানের পাশাপাশি রমজান উপলক্ষে ইফতারির
দোকান দেন হাসানুর রহমান ও তার ছেলে সাকিল আহম্মেদ। বৃহস্পতিবার একই
এলাকার তাহের উদ্দিনের ছেলে পাশ্ববর্তি ঔষধ ব্যবসায়ী আমিরুল ইসলাম সাকিলের
দোকান থেকে বাাঁকিতে ইফতার সামগ্রী ক্রয় করেন। ইফতার শেষে সাকিল ওই
পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে আমিরুল লোহার
রড দিয়ে মাথায় আঘাত করলে সাকিল গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার
করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে অভিযুক্ত আমিরুল ইসলাম
সাংবাদিকদের বলেছেন, তুচ্ছ ঘটনায় সাকিলই প্রথম তার ওপর আঘাত করে। এ
বিষয়ে শনিবার ৯ জুন বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ পায়।