অনলাইন ডেস্কঃ-
নেত্রকোনা সদর উপজেলায় অস্ত্র ও মাদকসহ দুজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে উপজেলার ঠাকুরাকোনা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন জেলার মোহনগঞ্জ উপজেলার টেংগাপাড়া গ্রামের ১০ মামলার পলাতক আসামি রাব্বি আহম্মেদ সুমন (৩১) ও তাঁর সহযোগী একই গ্রামের পলাশ রবিদাস (২৭)।
রাতে তাঁদের সাংবাদিকদের সামনে হাজির করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরাকোনার দুলাল মিয়ার স’মিলের পাশের একটি বটগাছের নিচ থেকে রাত ৯টার দিকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ভারতের তৈরি একটি রিভলবার, দুটি গুলি ও ২০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
দুজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।