শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

অনলাইনেও জমে উঠেছে ঈদ কেনাকাটা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৪৯৮ বার পড়া হয়েছে
http://www.dreamstime.com/royalty-free-stock-photos-image68786968

বাংলার প্রতিদিন ডেস্কঃ- 

ঈদ কেনাকাটা জমে উঠেছে অনলাইনেও। মার্কেটে মার্কেটে ঘোরার ভাবনা বাদ দিয়ে কম্পিউটারে বসেইপছন্দের পণ্য কিনছেন অনেকেই। সব বয়সের মানুষের চাহিদা অনুযায়ী পণ্য পাওয়া যাওয়ায় ধীরে ধীরেজনপ্রিয় হয়ে উঠছে অনলাইন শপ। পাঞ্জাবি থেকে টি–শার্ট, ট্রাউজার, জিন্স, বিভিন্ন ধরণের শাড়ি, থ্রি–পিস, জুতো, ঘড়ি, ব্যাগ, গয়না, কসমেটিকস সব ধরণের পণ্যে পাওয়া যাচ্ছে এখানে। তবে এক্ষেত্রে বেশি ভূমিকাপালন করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কারণ ফেসবুক ব্যবহার করার সময় অনলাইন বাজারেরলিংক এসে হাজির হয় ফেসবুক পেইজে। আর ক্লিক করেই পণ্য পছন্দ হলেই কিনে নেন তাদের প্রয়োজনীয়জিনিসটি। তাই ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে অনলাইন শপগুলো হাজির হয়েছে তাদের নান্দনিক পণ্যসামগ্রীনিয়ে। আর এদিকে ক্রেতারাও প্রতিযোগিতা দিয়ে সংগ্রহ করছেন তাদের পছন্দের পণ্যটি।

যেখানে অনেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ঘুরে ঘুরে পণ্য কেনেন, সেখানে অনেকেই ঝামেলা এড়াতে বাড়িতেবসেই সেরে নেন কেনাকাটার কাজটিও। আর ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টা, কিংবা ৭২ ঘণ্টার মধ্যেই এসেই হাজির হচ্ছেপণ্যটি। ফলে গত কয়েকবছরে অনেকাংশে বেড়েছে অনলাইন শপিং–এর ক্রেতারা সংখ্যা।
অনলাইন শপিং নিয়ে বেসরকারি ব্যাংক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বলেন, ‘গত বছর থেকেই এই অনলাইনেরমাধ্যমে কেনাকাটা করছি। ঝামেলা ছাড়াই আমার পছন্দের পণ্যগুলো পেয়ে যাই হাতের কাছে। এবছরও ঈদউপলক্ষে ‘চারকোল : পটের বিবি’ থেকে দুটি শাড়ি কিনেছি। আরো একটি শাড়ি কিনেছি ‘খুঁত’ থেকে। এদেরশাড়িগুলো এতো এক্সক্লুসিভ ! কাপড়ের মানও ভালো। তবে অনলাইন শপিং এর ক্ষেত্রে ব্র্যান্ডেড অনলাইনশপগুলোই নির্বাচন করা উচিত। কারণ এতে প্রতারিত হওয়ার সুযোগ কম থাকে।’
জানা গেছে, দেশে দু’ধরনের অনলাইন সেবা চালু আছে। এক ধরনের সেবা পেতে আপনাকে পণ্য পছন্দ করেক্রেডিট কার্ডের মাধ্যমে আগে মূল্য দিতে হবে। পরে হাতে পাবেন পণ্যটি। অপরটি হলো আপনাকে পণ্য পৌঁছেদিয়ে মূল্য নিয়ে যাবে। পণ্যভেদে কিছু পরিবহন খরচও আপনার কাছ থেকে নেবেন অনলাইন বিক্রেতারা। তবেপণ্যের দাম যত বেশি পরিবহন খরচও তত কম। অনলাইনে যেমন দেশের মধ্যে আপনি পণ্য কিনতে পারবেনতেমনি বিদেশেও পছন্দের পণ্য পাঠাতে পারবেন।
অনলাইন বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ উপলক্ষে তাদের ঈদের পোশাক, জুয়েলারি, জুতা, ব্যাগ, কসমেটিকস প্রভৃতি পণ্যের বিক্রি কয়েকগুণ বেড়েছে। সাথে নতুন পণ্যের জন্য অনেক অর্ডারও পাচ্ছেন তারা।আর এই কাজে বিশেষ সুবিধা পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে। কারণ এরমাধ্যমেই ছোট বড় প্রায় শতাধিক ফ্যাশন ও বুটিক হাউস ও অন্যান্য প্রতিষ্ঠান বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিচ্ছেন।চারকোল : পটের বিবির পেইজ থেকে জানা যায়, ঈদ উপলক্ষে বেশ কিছু কালেকশন এসেছে তাদের। ব্লাউজপিস, শাড়ির কালেকশন রয়েছে এখানে। আর ক্রেতাদের কনফার্ম করার ভিত্তিতে অর্ডার নেন তারা। ‘আজকেরডিল’ অনলাইন পেইজে গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে পাঞ্জাবি থেকে শাড়ি, টিশার্ট, জুয়েলারি, ঘড়িসহ বাহারিপণ্য রয়েছে এখানে। বিকাশ পেমেন্টে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার রয়েছে প্রতিটি পণ্যের সঙ্গে। ঈদউপলক্ষে বিশেষ সংগ্রহ নিয়ে এসেছে ‘শৈলী’। শাড়ি, পাঞ্জাবি, গহনার বিশাল কালেকশন রয়েছে তাদের পেইজে।‘প্রিয় শপ ডট কম’ এ গিয়ে দেখা যায় বিকাল পেমেন্টে ২০ শতাংশ ক্যাশব্যাক অফার রয়েছে তাদের। এখানেপাওয়া যাচ্ছে পোশাক পরিচ্ছদ থেকে প্রয়োজনীয় প্রায় সকল ধরণের পণ্য। রয়েছে অনলাই শপিং সাইট‘বাগডুম’। এখানেও ছেলে, মেয়ে, শিশুদের পোশাকসহ ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রের বিশাল সম্ভার রয়েছে।এছাড়াও অসংখ্য অনলাইন শপ সাইট রয়েছে। তবে অনলাইনে শপিং করার ক্ষেত্রে কিছু বিষয় মেনে চললেইভালো পণ্য পাওয়া যায় অনলাইনের মাধ্যমে।
ঈদ উপলক্ষে বিভিন্ন অনলাইনে কেনাকাটা বাড়লেও এ সময় সতর্ক থাকা উচিত। বিভিন্ন অপরিচিত অনলাইনউৎস থেকে পণ্য কিনলে ঠকার আশঙ্কা থাকে। একটি পণ্যে দেখে ফরমাশ দিলে অন্য পণ্য গছিয়ে দিতে পারে।প্রতারণা এড়াতে ওয়েবসাইট সম্পর্কে খোঁজখবর নিয়ে তারপর কেনাকাটা করা উচিত। পণ্য কেনার সময়ভালোমতো যাচাই–বাছাই করে কিনুন। পণ্য সম্পর্কে বিস্তারিত কিছু দেওয়া না থাকলে কিনতে যাবেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451