বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে ২০ লাখ টাকা মুল্যের বিপুল পরিমাণ ভারতীয়
ইমিটেশন জুয়েলারি সামগ্রী জব্দ করেছে বিজিবি।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক
জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে আমড়াখালী চেকপোস্টে কর্মরত
নায়েব সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে যশোরগামী একটি যাত্রীবাহী
বাসে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় বাসের সিটের নীচ থেকে
পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান ইমিটেশন জুয়েলারি সামগ্রী জব্দ করা হয়।
জব্দকৃত ইমিটেশন জুয়েলারিগুলো বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে।