স্পোর্টস ডেস্কঃ-
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ইংল্যান্ডের অবস্থান শীর্ষে, অন্যদিকে আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডের অবস্থান প্রায় তলানিতে। র্যাংকিংয়ে তাদের নিচের সারিতে কেবল সংযুক্ত আরব আমিরাত। অথচ সেই স্কটিশদের কাছেই কি না হেরে গেল ইংলিশরা! এডিনবার্গে রেকর্ড গড়ে ইংলিশদের ৬ রানে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড।
এডিনবার্গে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে টসে জিতে ইংলিশরা প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্কটিশদের। এর আগে প্রতিবারই ইংলিশদের বিপক্ষে মাঠে নেমে পরাজিত হওয়া স্কটল্যান্ড দারুণ সূচনা করে। স্কটিশদের প্রথম উইকেট পেতেই ঘাম ঝরাতে হয় ইংল্যান্ড দলের অভিজ্ঞ বোলারদের। শত রানের পর দেখা মেলে কাঙ্ক্ষিত উইকেটের। কালাম স্কট ম্যাকলিওড স্কটল্যান্ডের পক্ষে ইংলিশদের বিপক্ষে প্রথম সেঞ্চুরির দেখা পান। তাঁর ব্যাট থেকে আসে ইনিংস-সেরা ১৪০ রান। মাত্র ৯৪ বল খরচায় এই রান তোলেন তিনি। এ ছাড়া কাইল কোয়েটজার ৫৮ ও জর্জ মুনসে স্কোরকার্ডে ৫৫ রান জমা করেন। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৭১ রান তোলে স্কটল্যান্ড। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে এটিই দলীয় সর্বোচ্চ রানের স্কোর।
স্কটিশদের ৩৭১ রান তাড়া করতে নেমে বেশ ভালোভাবেই শুরু করেন ইয়ন মরগ্যানরা। জনি বেয়ারস্ট্রো ও অ্যালেক্স হালেসের ব্যাটে চেপে জয়ের বন্দরে পৌঁছানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ইংলিশদের ইনিংস থামে ৩৬৫ রানে। ফলে স্কটল্যান্ড ম্যাচ জিতে নেয় ৬ রানে। স্কটল্যান্ডের পক্ষে মার্ক রবার্ট জেমস ওয়াট স্কটিশদের পক্ষে গুরুত্বপূর্ণ তিন উইকেট লাভ করেন। ম্যাকলিওড দ্রুততম ১৪০ রানের সুবাদে ম্যাচসেরার পুরস্কার লাভ করেন।