মোঃ ফরহাদ হোসেন,স্টাফ রির্পোটার।
আব্দুল্লাপুর-বাইপাইল ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের অবস্থা খুবই নাজুক।সড়কের বিভিন্ন স্থানে রয়েছে খানাখন্দে ভরা ছোটবড় অসংখ্য গর্ত।
সড়কের দু,পাশে রয়েছে অসংখ্য অবৈধ স্থাপনা,দোকানপাট ও অবৈধ পার্কিং।সড়ক ও মহাসড়কে চলাচলরত অধিকাংশ যানবাহনের নেই ফিটনেছ সার্টিফিকেট তাছাড়া ফিটনেছবিহীন লক্কড় ঝক্কড় গাড়ীতো আছেই।
অদক্ষ ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালকদের কারনে অহরহ ঘটছে ছোট বড় দূর্ঘটনা। থ্রি হুইলার,ব্যাটারীচালিত মাহেন্দ্রো এর কারনে প্রতিনিয়ত সকাল থেকে গভীররাত পর্যন্ত দীর্ঘ যানজট লেগে থাকে।
এতে একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান কর্ম ঘন্টা অন্যদিকে অর্থনৈতিক ভাবে দেশ পড়ছে চরম ঝুঁকিতে।
মাঝে মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশুলিয়ার বিভিন্ন সড়কে পরিদর্শনে আসলেও বাস্তবে তাতে কোন কাজ হচ্ছে না।
ঈদে ঘরমুখো মানুষের উপছে পড়া ভীড় লক্ষ্য করা গেছে সকাল থেকেই,থেমে থেমে চলছে যানবাহনগুলো।শিশু,বৃদ্ধ্য ও নারীরা চরম ভোগান্তিতে পড়েছে।
ঢাকা জেলা ট্রাফিক পুলিশ,আশুলিয়া থানা পুলিশ ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।যাত্রীদের কাছ থেকে জানা যায়,ভাড়া তুলনামূলক এবার বেশী।
নাড়ীর টানে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবার এই ইট পাথরের নগরীতে কর্মের প্রয়োজনে নিরাপদে ফিরে আসবে,এই আশাবাদ সকলের।