এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটে আওয়ামী লীগের নারী নেত্রী ও কর্মীদেরদের মাঝে বঙ্গবন্ধুর ভাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন পাঠানো ঈদ উপহার বিতরন করা হয়েছে। সোমবার শহরের পুরাতন রেলরোডস্থ আওয়ামী লীগের কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে পৌর মেয়র খান হাবিবুর রহমান প্রধান অতিথি হিসাবে এ ঈদ উপহার মহিলা আওয়ামী লীগের নেত্রীদের হাতে তুলে দেন। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদীকা এ্যাড. শরীফা খানমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র খান হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদীকা তালুকদার রিনা সুলতানা। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে আগামী নির্বাচনে মহিলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।