স্পোর্টস ডেস্কঃ
মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহর বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সালাহ হাতে ব্যথা পান। বল দখলের লড়াইয়ে রামোস তাকে মার্কে রাখতে গিয়ে হাতের ভেতর হাত ঢুকিয়ে দেন। দুজনই মাটিতে পড়ে যান। সালাহর হাতে তখন মোচড় লাগে। কিছুক্ষণ খেলা চালিয়ে গেলেও বেশিক্ষণ থাকতে পারেননি। খেলতে চাওয়ার অদম্য ইচ্ছা বিসর্জন দিয়ে ৩১তম মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়।
একদিন বাদে তিনি জানান, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন।
সালাহ সোমবার দলের সঙ্গে হালকা অনুশীলন করেন। এরপর মিশর দলের ম্যানেজিং ডিরেক্টর ইহাব লিথিয়া বলেন, উরুগুয়ের বিপক্ষে সালাহকে পাওয়া যাবে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না, ‘ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে। তাই বলে আমি এখনই তার খেলা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’
মিশর এবার গ্রুপ ‘এ’তে খেলবে। উরুগুয়ে ছাড়া তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং স্বাগতিক রাশিয়া। তাদের প্রথম ম্যাচ ১৫ জুন, বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।