অনলাইন ডেস্কঃ-
জাতীয় ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জন্মস্থান নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন। শনিবার সকাল ৮টায় নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন তিনি।
ছোট ভাই সিজার, মামা নাহিদুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা এ সময় তার সঙ্গে ছিলেন। নামাজ শেষে বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন ও ভক্তদের সাথে কোলাকুলি করেন মাশরাফি। পরে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এই ক্রিকেট তারকা।
নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা প্রশাসক মো. ইমদাদুল হক চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম, জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা জেলার এই প্রধান জামায়াতে নামাজ আদায় করেন।
ঈদের আনন্দ পিতামাতা, বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন ও নড়াইলে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে নাড়ির টানে ঈদ এলেই নড়াইলে ছুটে যান মাশরাফি।