বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে শহীদুল
ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে বানিজ্যিক শহর নওয়াপাড়া চে্ধংসঢ়;গুটিয়া এলাকায়
বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নূর ইসলামের
ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে।
অভয়নগর থানার ওসি শেখ গনি মিয়া জানান, নওয়াপাড়া পৌর শহরের
চে্ধংসঢ়;গুটিয়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের চলছে এমন খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক
বিক্রেতারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শহীদুলের মরদেহ
উদ্ধার করে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি ও
১২০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ নিহতের লাশ ময়নাতদšেতর জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে
পাঠিয়েছে।
নিহত শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক
মাদক মামলা রয়েছে থানায় এমন অভিযোগ করেছেন ওসি। তবে নিহতের
পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।