মোঃ ফরহাদ হোসেন,স্টাফ রির্পোটার,
আশুলিয়ার সকল বিনোদন কেন্দ্রগুলোতে সর্বস্তরের সাধারণ মানুষ ও ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের উপছে ভিড় লক্ষ্য করা গেছে।পবিত্র ঈদের ছুটিতে পরিবার পরিজন,বন্ধুবান্ধব ও আতœীয় স্বজনদের সাথে নিয়ে বেড়াতে যান সকলে বিনোদন কেন্দ্রগুলোতে।
আশুলিয়ার জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলো হল ফ্যান্টাসী কিংডম,নন্দন পার্ক,বি.কে.এস,পি ও জাতীয় স্মৃতিসৌধ। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই আনন্দ লীলা। শুধু আশুলিয়াবাসী নয় ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে প্রতিদিন এখানে আসে অসংখ্য দর্শনার্থী।
পার্ক গুলোতে তিল ধারনের ঠাঁই নাই।ওয়াটার কিংডমে নেমে নেচে গেয়ে আনন্দে আতœহারা সকল বয়সের মানুষ।দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায় ইট পাথরের এই নগরীতে আনন্দ খুজে পাওয়া কঠিন তাই ঈদের ছুটিতে তারা সকলে এই বিনোদন কেন্দ্রগুলোতে বেড়াতে এসেছেন।
পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়,ভ্রমণ পিপাসু অসংখ্য দর্শনার্থীদের কথা মাথায় রেখে পার্ক গুলিকে নতুন রুপে সাজানো হয়েছে।নতুন নতুন রাইড,ডিজিটাল সাউন্ড সিস্টেম, সর্বোচ্ছ নিরাপত্তা ব্যবস্থা, সর্বত্র সি.সি টিভি ক্যামেরা ও বিভিন্ন প্রকার লাকি কুপনের ব্যবস্থা রাখা হয়েছে।
ঈদ হচ্ছে আনন্দের ঈদ হচ্ছে খুশির এই বার্ত্রা সকলের কাছে পৌঁছে যাক। ঈদ সকলের