স্পোর্টস ডেস্কঃ-
কোচ তাঁকে মাঠে চাইছেন এখন। কিন্তু তিনি নামতে রাজি নন। মাঠে নামার আগেই বলছেন পিঠে ব্যথা এটা একবার হলে ঠিক আছে, কিন্তু বারবার হলে? ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিচ নামলেনই না নাইজেরিয়ার বিরুদ্ধে।
বিরক্ত হয়ে কালিনিচকে দেশেই পাঠিয়ে দিলেন কোচ লাটকো দালিচ। তাঁর এক কথা, ‘আমি চাই আমার ফুটবলাররা ফিট থাকুক এবং খেলার জন্য প্রস্তুত থাকুক।’
গত শনিবার নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ক্রোয়েশিয়া। নাইজেরিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয়ী হয়ে শুভসূচনাও করেছে ক্রোয়েশিয়া। কিন্তু এসি মিলানের এই ফরোয়ার্ডের ওপর যারপরনাই বিরক্ত হয়েছেন কোচ দালিচ। দ্য টেলিগ্রাফ এসব তথ্য দিয়েছে।
নাইজেরিয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মাঠে নামার কথা ছিল কালিনিচের। কিন্তু কোচ ডাকলেও তিনি সাড়া দেননি। কালিনিচ জানিয়ে দেন তাঁর পিঠে ব্যথা।
দালিচ বলেন, ‘নাইজেরিয়ার বিরুদ্ধে ওই ম্যাচের সময় কালিনিচ ওয়ার্ম আপ করছিল। ধরাই হচ্ছিল দ্বিতীয়ার্ধে ও নামবে। কিন্তু পরে আমাকে জানালো ও খেলার জন্য প্রস্তুত নয়। একই ঘটনা ঘটেছে বিশ্বকাপের আগে ব্রাজিলের বিরুদ্ধে প্রস্তুতিমূলক ম্যাচেও।’
দালিচ বলেন, ‘আমি ঠান্ডা মাথায় হয়ে সব নিয়েছি। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি।’
ক্রোয়েশিয়ার পরবর্তী ম্যাচ আর্জেন্টিনার সঙ্গে আগামী ২১ জুন।