বিশেষ প্রতিনিধি, ফটিকছড়ি, চট্টগ্রাম :-
উত্তর চট্টগ্রামের প্রথম ডিজিটাল স্কুল গ্রীন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে অাজ সকাল ১০ টায়, ১৫ অাগস্ট জাতীয় শোক দিবস ১৬ উপলক্ষে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকীতে অালোচনা সভা ও শোক র্যালির অায়োজন করা হয়েছে।
প্রিন্সিপাল মাকরুম নাহার সভাপতিত্বে , র্যালী টি হেয়াকো বাজারের বিভিন্ন সকড় প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক,বীর মুক্তিয়োদ্ধার সন্তান, গ্রীন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পেয়ার অাহমদ অাফিফ, সিনিয়র শিক্ষক জাকির হোসাইন, সিনিয়র শিক্ষিকা রোমেনা অাক্তার, শিক্ষিকা অারজুমান অাক্তার, শিক্ষকা অাকলিমা অাক্তার প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার স্হপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলার মাটি হতে বঙ্গবন্ধুর অাদর্শকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। তিনি অারো বলেন বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরে এনে ফাঁসি কার্যকর করতে হবে। বঙ্গবন্ধুর অাদর্শ বুকে ধারণ করলে কেউ জঙ্গি হবে না কখনো।