স্পোর্টস ডেস্কঃ
রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল টপ ফেবারিট না। বিশ্বকাপ জয়ের যা একটু সুযোগ কেউ কেউ দেখছেন তাও ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। বিশ্বের অন্যতম সেরা ফুটবল তিনি। কারণটা রোনালদো রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে হ্যাটট্রিক করে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিলেন। দ্যাস কুইনাস তারকা হ্যাটট্রিক করে আন্তর্জাতিক ম্যাচে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়েন।
এরপর মরক্কোর বিপক্ষে বুধবার মস্কোয় শুরুতেই দারুণ এক গোল করেন তিনি। পাকাপাকিভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে যান সিআরসেভেন। রোনালদো পর্তুগালের হয়ে ১৫২ ম্যাচে মাঠে নেমেছেন। গোল করেছেন ৮৫ টি। এরআগে তার সমান গোল ছিল হাঙ্গেরি এবং স্পেনের হয়ে খেলা ফ্রেন্স পুসকাসের। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৪ টি গোল আছে।
রোনালদো এর আগে গত মার্চে মিসরের বিপক্ষে মাঠে নামেন। সে ম্যাচে গোলের হিসেবে রোনালদোর অবস্থান ছিল চারে। কিন্তু মিসরের বিপক্ষে ৯১ এবং ৯২ মিনিটে দুই গোল করেন সিআরসেভেন। ৫৬ মিনিটে সালাহর করা গোলে ওই ম্যাচে হারতে বসেছিল পর্তুগাল। কিন্তু রোনালদো তা হতে দেননি। ঠিক স্পেনের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচে যেমন হতে দেন নি। ওই ম্যাচে প্রথম গোল করে জাপানের কুনিশিগির পাশে বসেন রোনালদো। আর দ্বিতীয় গোল করে তাকে ছাড়িয়ে তৃতীয় অবস্থানে উঠে যান ইউরো জয়ী তারকা।
এরপর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হতে ৪ গোল দরকার ছিল রোনালদোর। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ৩ গোল করে পুসকাসের পাশে বসেন দ্যাস কুইনাসদের স্বপ্ন সারথী। মরক্কোর বিপক্ষে গোল করে উঠে গেছেন দুই নম্বরে। তবে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো হওয়া হবে না! ৩৩ বছর বয়সী তারকার ওপরে আছেন ইরানের আলি দায়। তার নামের পাশে ১০৯ গোল জমা করা আছে।