হবিগন্জ প্রতিনিধিঃ হবিগন্জে বাস স্ট্যান্ডে হোটেল নির্মাণকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে বাস শ্রমিকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ঘন্টাব্যাপী সংঘর্ষে আশরাফ আহমেদ(৩০) নামে এক আওয়ামীলীগ কর্মী ঘটনাস্থলেই নিহত হয়। সংঘর্ষে আহত অনেকেই পুলিশী গ্রেফতার এড়াতে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে স্হানীয় সূত্রে জানা যায়। এদিকে আওয়ামীলীগ-শ্রমিক সংঘর্ষে ১জন নিহতের ঘটনায় শহরের স্হানীয় পত্রিকা দৈনিক আজকের হবিগন্জ পত্রিকার সংবাদকর্মী সাদিকুর রহমান সুমন সহ ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে সদর থানা সূত্রে জানা যায়।