গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় বাস
নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জনের
মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। শনিবার সকাল
সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম জানান,
টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি লোকাল বাস
ঘোনাপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মটর সাইকেল
আরোহীকে ধাক্কা দেয়। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রিকশা ভ্যান
ও মাহেন্দ্রাকে থাক্কা দিয়ে আইল্যান্ডে উঠে পড়ে এ সময় পাশে দাড়িয়ে থাকা
আর একটি বাস কেও ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস চাপায় দুইজন
নিহত হন।
এ ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদেরকে গোপালগঞ্জ সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় সনাক্ত করতে পারেনী
পুলিশ।